নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫০ পিছ ইয়াবা সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত রবিবার সকালে তাদের বৈদ্যেরবাজার ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামুই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও সফর আলী কুমিল্লা জেলার মেঘনা থানার মৈষারচর গ্রামের ইসমত আলীর ছেলে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৈদ্যেরবাজার আমান ইকোনোমিক জোনের ২ গেইটের সামনে থেকে সাইফুল ইসলাম ও সফর আলীকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্ল্যাসী করে ৮শত ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব-১১ডিএডি মোঃ শাহীদ হাসান বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।