নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী ৮ মে থেকে শুরু হবে মোগরাপাড়া ইউনিয়নে স্মার্টকার্ড বিতরন। মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যালয়নে উপজেলা নির্বাচন অফিস এ কার্ড বিতরন করবে। ইতিমধ্যে সোনারগাঁ পৌরসভায় কার্ড বিতরন চলছে। শেষ হবে আগামী ৬ তারিখে। এরআগে গত রবিবার থেকে সোনারগাঁয়ে স্মার্টকার্ড বিতরন শুরু করে নির্বাচন অফিস।পর্যায়ক্রমে উপজেলা অন্যান্য ইউনিয়নগুলোতে দেওয়া হবে। নিম্নে মোগরাপাড়া ইউনিয়নের তালিকা দেওয়া হলঃ