নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেনের উদ্যোগে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবিবপুর, কোম্পানীগঞ্জ ও মোগরাপাড়া চৌরাস্তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবুল মেম্বারের এ কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, বর্তমানে সারা দেশে ডেঙ্গু মশার যে ভাবে আর্বিভাব হয়েছে এ মশা থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিরা যে ভাবে এগিয়ে এসে ব্যক্তি পর্যায়ে কার্যক্রম শুরু করেছে সে কাজকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতেও এ রকম কার্যক্রমের ধারাবাহিকতা থাকে সেজন্য আমরা আবুল মেম্বারকে সব রকমের সহায়তা করে যাবো।
এ ব্যাপারে মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মেম্বার জানান, এখন বর্ষাকাল। বিভিন্ন জায়গায় পানি জমে ময়লা আবর্জনা থেকে এডিস মশাসহ বিভিন্ন রোগ বাহিত মশার জম্ম হচ্ছে। মশার যন্ত্রনায় যখন মানুষ অতিষ্ট তখনই আমরা সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মশা নিধনের কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি আমার এ কার্যক্রম চলমান থাকবে।