নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার করোনা আক্রান্ত লক ডাউন পরিবারের খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার স্বেচ্ছাসেবক টিম। এর আগে লিয়াকত হোসেন খোকা ঘোষনা দিয়েছিলেন উপজেলায় যারা করোনায় আক্রান্ত হবে সেসব পরিবারের খাবার সামগ্রী তিনি তার নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পৌছে দিবে। সে ঘোষনা অনুযায়ী তিনি এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে গাড়িযোগে উপজেলার বিভিন্ন এলাকায় খুজে খুঁজে ১২ পরিবারের মাঝে খাবার সামগ্রী, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছেন।
স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন সানাউল্লাহ বেপারী, আলী আকবর,ওমর ফারুক, গোলজার হোসেন, মুহিবুল্লা, সুমন মীর, শেখ রাকিব, মফিজুল ইসলাম, পলাশ শিকদার, নাজমুল প্রধান, নাদিম হোসেন, সাকিব, হানিফ সরকার, রাব্বি, অপু, শাকিল ও মিন্টু।