নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ গত সোমবার সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে ভূল চিকিৎসায় আমান্তিকা নামের এক প্রসূতি মারা যান। আমান্তিকা মৃত্যুতে তার স্বজনদের শান্তনা দিতে তার শশুর বাড়িতে যান কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদিকা ও স্ট্যামফোর্ড ইউনিভারসিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার।
আজ বুধবার দুপুরে তিনি আমান্তিকার শশুরবাড়ি মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদিপুর গ্রামে যান।সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করে তাদের শান্তনা দেন।
এ সময় ড. সেলিনা আক্তার আমান্তিকা কিভাবে ভুল চিকিৎসায় মারা যান তার খোঁজখবর নেন এবং আমান্তিকার পরিবারকে শান্তনা দিয়ে তাদের পাশে থেকে যত প্রকার সহযোগিতা লাগবে তা দিবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে তিনি আমান্তিকার শিশুটিকে কোলে তুলে আদর করে বলেন, শিশুটি পালন-পালন করার জন্য তার কোন সহযোগিতা লাগলে তাদের পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। এছাড়া আমান্তিকা মৃত্যুর জন্য যারা যারা দায়ি তাদের সবার গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানান। এসময় তার সাথে ওয়ার্ড মহিলা মেম্বারসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।