নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার কেনটাকি নামে এক টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ হয়েছে।
আজ (২৯ আগষ্টট) মঙ্গলবার দুপুরে মিলের ভিতরে এ ঘটনা ঘটে। দগ্ধ তিন জনকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ টেক্সটাইল মিলের তিন শ্রমিক হলো মোস্তফা (৫০), আল-আমিন (২৫) ও শাহিনুর (২৫)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলের গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভিতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা তিন জন দগ্ধ হয় বলে শুনতে পেরেছি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানা নেই ।
মিলের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁ মোরড়াপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা তিন জন বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।