নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বর্ষা মৌসুমে পয়: নিস্কাষনের জন্য সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কবরস্থান এলাকায় ব্যক্তি উদ্যোগে ড্রেন পরিস্তারের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে নিজ উদ্যোগে বিভিন্ন বিপনী বিতান থেকে স্ব-উদ্যোগে টাকা উত্তোলন করে এ উদ্যোগ নেন।
ড্রেন পরিস্কারের দায়িত্বে থাকা মোক্তার হোসেন জানান, মোগরাপাড়া চৌরাস্তার মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত পানি নিস্কাশনের জন্য সরকারী ভাবে একটি ড্রেন নির্মান করা হয়। কিন্তু স্থাণীয় লোকজনের অসচেতনতার কারনে তারা বাসাবাড়ির ময়লা ফেলে ড্রেনটি জ্যাম করে ফেলে এতে বর্ষা মৌসুমে পানি সরতে না পেরে রাস্তার উপর হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষের চলাচল ও যান চলাচলে প্রতিবদ্ধকতা সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে ২/৩ বছর পর পর ড্রেনটি পরিস্কার করা হলেও বছর না ঘুরতে ময়লা ফেলে ড্রেনটি ফের জ্যাম করে ফেলে। সেজন্য আমরা ব্যক্তি পর্যায়ে স্থাণীয় কয়েকজন মার্কেট মালিক মিলে ড্রেনটি পরিস্কারের উদ্যোগ নিয়েছি। যাতে বর্ষা কালে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি না হয়।
এসময় তিনি আরো বলেন, আমরা যদি স্থানিয় ভাবে উদ্যোগ নিয়ে পরিস্কার না করে সরকারের আশায় বসে থাকি তাহলে হয়তো আরো ভোগান্তীতে পড়তে হবে। ড্রেনটি আমাদের জন্য সরকার বানিয়েছেন। এটা সরকারের পাশাপাশি পরিস্কার রাখা আমাদেরও দায়িত্ব।
তিনি ড্রেন পরিস্কার ও পরিছন্ন রাখতে স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিশীল এগিয়ে আসার আহবান জানান।