নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরী ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে একটি রেষ্টুরেন্ট ও দুটি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন এ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিনের বরাত দিয়ে প্রধান সহকারী আব্দুল খালেক সরকার জানান, বৃহস্পতিবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার খন্দকার প্লাজার ৩ তলায় অবস্থিত ভুতের আড্ডা নামের একটি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার আইনে হোটেল মালিক সঞ্জিতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মটরযান আইনে সিএনজি চালক মনির হোসেন ও জুলহাসকে ৫শত টাকা করে জরিমানা করা হয়েছে।