নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মশুরাকান্দা গ্রামে জমির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে দুজনের অবস্থাজনক। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের আব্দুল আজিজের জায়গা দীর্ঘ দিন ধরে দখল করে আসছে গোলজার হোসেন ও তার পরিবারের লোকজন। এ নিয়ে রোববার সকালে জায়গা পরিমাপ করা হলে দখল করা ওই জায়গা আব্দুল আজিজের পক্ষে চলে আসে। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গোলজার হোসেনের নেতৃত্বে মনির হোসেন, দেলোয়ার হোসেন, কবির হোসেন, রাকিব ও শান্ত সহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আজিজ হোসেনের পরিবারের জাহাঙ্গীর হোসেন, সুমন মিয়া, সাইদুর রহমান, বাবুল মিয়া, মোস্তাকিম, বানু বেগম, রুজিনা আক্তার, রিনা আক্তার, শিউলি আক্তার, আকলিমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাইদুর রহমান ও বানু বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জাহাঙ্গীর হোসেন জানান, আমার দাদার জায়গা দীর্ঘ দিন ধরে গোলজার ও তার পরিবারের লোকজন দখল করে ভোগ করে আসছে। আমরা পরিমাপ করার পর আমাদের পক্ষে চলে আসার পর সন্ত্রাসী গোলজার হোসেন ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে।
অপরদিকে গোলজার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় আমাদের পক্ষের লোকজনও আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।