নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাথীরা। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রাথী’।এছারা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১ জন, দাতা সদস্য হিসেবে ০১ জন, শিক্ষক প্রতিনিধি হিসেবে ১ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা হিসেবে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ইতিপূর্বে এ বিদ্যালয় পরিচালনার জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। এতে দায়িত্ব দেওয়া হয়েছিল এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি আলী হোসাইনকে। তফসিল ঘোষণার পর আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পুরুষ সদস্যের মধ্যে মোঃ আলা-আমিন মিয়া, মোঃ মাসুদুর রহমান খান, সুদশ’ন সরকার, মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফাইজুল হাসান, মোঃ খলিলুর রহমান ও জহিরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রোকসানা আক্তার মনোনয়ন পএ সংগহ করেছেন। আগামীকাল ১৭ ই জুলাই বুধবার মনোনয়নপত্র বাছাই-বাছাই। ২০ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও আগামী ০৪ আগস্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।