নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যানের দুই ভাইয়ের লাঠি হাতে মাস্তানীর ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর হাতে হাতে মুঠোফোনে ফেইসবুকের মাধ্যমে এ ভিডিওটি ভাইরাল হয়। ২৮ মে সন্ধ্যায় সোনারগাঁয়ের কাঁচপুর সওজের জমির মধ্যে হকার বসানোকে কেন্দ্র করে লাঠি হাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের ভাই বাবুল ওমর বাবু ও ফারুক ওমর লাঠি হাতে পিটিয়ে ৫ জনকে আহত করে। এসময় প্রকাশ্যে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের ভাই বাবুল ওমর বাবু ও ফারুক ওমর লাঠি হাতে বার বার তেরে যান প্রতিপক্ষের প্রতি। এসময় চাঁদার দাবিতে ৫ জনকে পিটিয়ে আহত করা হয়।
উল্লেখ্য, মোশাররফ ওমর কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভাই বাবুল ওমর বাবু ও ফারুক ওমর নেতৃত্বে একদল চাঁদাবাজ সওজের জমি অবৈধ দখল করে হকার বসিয়ে চাঁদাবাজি করে আসছিল। প্রায় ২ মাস পূর্ব মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেত করে। ওই উচ্ছেদকৃত সওজের জমিতে আবারও হকার বসিয়ে চাঁদাবাদি পায়তারা শুরু করে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের ভাই বাবুল ওমর বাবু ও ফারুক ওমর। ২৮ মে সন্ধ্যায় বাবুল ওমর বাবু ও ফারুক ওমর হকারদের কাছ থেকে চাঁদা তুলতে গেলে স্থানীয় কয়েকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের ভাই বাবুল ওমর বাবু ও ফারুক ওমর লাঠি হাতে বার বার তেরে যান প্রতিপক্ষের প্রতি যান এবয় তাদেরকে লাঠি হাতে মারধর করে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়।
ভিডিও দেখতে অপেক্ষা করুন:
https://www.facebook.com/100023025073363/videos/227562328021268/?t=90