নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার একটি কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার যুবলীগের উদ্যোগে প্রায় ৪৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি রাশেদ উদ্দিন মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু হোসেন চৌধূরী লিপন, বারদী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল হাসান বাবু, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁচপুরে সেনপাড়া এলাকায় অবস্থিত ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বিদ্যুতের আগুনের সূত্রপাত হয়ে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আগুনের দরিদ্র ও অসহায় পরিবারের ঘরে থাকা সব কিছু পুড়ে যায়।