নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কাঁচপুর এলাকার ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানের মালিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলন কালে মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার বিকেলে তাদের কাঁচপুর কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার (এএসপি) সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
র্যাব জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার মৃত আব্দুল আজীজ এর ছেলে মোঃ মনির হোসেন আর্থিকভাব লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত কাঁচপুর বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা হারে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।র্যাব এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদাবাজির নগদ ১৩ হাজার টাকা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।