নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় মিলন খাঁন (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় হানিফ বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করেছে
নিহত মিলন খাঁন কাঁচপুর সোনাপুর কবরস্থান রোড এলাকার শহীদ খাঁনের ছেলে।
প্রতেক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যার দিকে মিলন খাঁন মোটর সাইকেলের পেছনে বসে কাঁচপুর থেকে মদনপুরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা একটি ট্রাক ওভারটেক করে সামনে যেতেই মদনপুর দিক থেকে রং রোডে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মিলন খাঁন নিহত হয়। এ ঘটনায় মোটর সাইকেল চালক আহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।