নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার কাচঁপুর বেহাকৈর কালিয়াভিটা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়েও কুপিয়ে জখম করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর কালিয়াভিটা এলাকায় মোবারক হোসেনের পরিবারের সঙ্গে জহিরুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে তাদের দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে জহিরুল ইসলামের নেতৃত্বে ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, বাবলু মিয়া, দেলোয়ার হোসেন, ফারুক মিয়া সহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোবারক হোসেনের ছেলে শাহীন মিয়া ও শামীম মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালায়। মারাত্মক আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহীনের মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।