নিউজ সোনারগাঁ২৪ডটকম:
ঈদকে সামনে রেখে কাঁচপুর পাম্পের সামনে হকারদের উচ্ছেদ, তাদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধসহ কয়েকটি দাবিতে সোমবার সকালে কাঁচপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করে কাঁচপুর বাসস্ট্যান্ডের হকাররা। পরে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় হকাররা।
কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকার হকাররা জানায়, সড়ক ও জনপথ বিভাগ তাদের মহাসড়ক থেকে কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদের পর সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পর একটি নিদিষ্ট স্থানে কাঁটা তারের বেড়া নির্মান করে দেয়। বর্তমানে কাঁচপুরের হকাররা সড়ক ও জনপথ বিভাগের দেয়া কাটা তারের বেড়ার বাহিরে বসে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি কাঁচপুর হাইওয়ে পুলিশের কিছু সদস্য প্রতিদিনই হকারদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং চাঁদা না দিলে দোকানের জিনিসপত্র ছুড়ে ফেলে দেয়। পুলিশের এহেন কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে সোমবার সকালে মহাসড়ক অবরোধে নামে হকাররা। খবর পেয়ে সোনারগাঁ থানা ওসি মোরশেদ আলম ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর ঘটনাস্থলে পৌচ্ছে পুলিশের এসব কর্মকন্ড বন্ধ ও দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে হকাররা মহাসড়ক ছেড়ে কাঁচপুর মার্কেট এলাকায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এসময় হকাররা দাবি করেন, আগামী ঈদকে সামনে তাদের যেন উচ্ছেদ করা না হয়ে এখান থেকে।