নিউজ সোনারগাঁ২৪ডটকম;
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর দ্বিতীয় সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেছেন। শনিবার ১৬ মার্চ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সেতুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী কাঁচপুর দ্বিতীয় সেতুর নাম শীতলক্ষ্যা নদীর সঙ্গে মিলিয়ে ‘শীতলক্ষ্যা সেতু’ নামকরণ করার আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, মেঘনা ও গোমতী নদীর ওপর হওয়ায় নদীর নামে সেতু হয়েছে। তাহলে শীতলক্ষ্যা নদীর ওপরে যখন তখন শীতলক্ষ্যা সেতু বলবো না কেন?। এটার নাম শীতলক্ষ্যা সেতু হতে পারে। কাঁচপুর সেতু যেখানে আছে সেটা থাকবে। তবে নতুনটার নাম শীতলক্ষ্যা সেতু হলে নারায়ণগঞ্জবাসী মন খারাপ করবে না তো।
প্রধানমন্ত্রীর বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ এমপিরা ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে কাঁচপুর দ্বিতীয় সেতুর নামের পরিবর্তে শীতলক্ষ্যা দ্বিতীয় সেতু নামে সমর্থন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।