নিউজ সোনারগাঁ২৪ডটকম:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক সোনারগাঁয়ে কাচঁপুর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয় থেকে কাচঁপুর ইউনিয়ন পরিষদের রাস্তার বেহাল দশা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে কাচঁপুর ইউনিয়ন পরিষদ ,ইউনিয়ন ভূমি অফিসসহ স্কুল ও কলেজে যেতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কারন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু কাঁচপুর ইউপি চেয়ারম্যান জানালেন এ রাস্তা সংস্কারের জন্য আমি কোন উদ্যোগই নেয়নি।
জানা যায়,উপজেলার কাচঁপুর ইউনিয়ন একটি জনবহুল ইউনিয়ন। এখানে স্থাণীয় এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা বসবাস করে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যানবাহন যাত্রী নিয়ে চলাচল করে। কাঁচপুর ইউনিয়ন পরিষদের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার ইট খোয়া ও পিচ উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে। বেহাল দশার কারনে প্রতিদিন যানবাহনের যন্ত্রাংশ বিকলসহ ঘটছে ছোট বড় মারাত্বক দূঘটনা। এমনকি রোগীদের দ্রুত হাসপালে আসা যাওয়ার পথে পড়তে হচ্ছে নানা ধরনের ভোগান্তিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রায়েরটেক খাঁন বাড়ীর কয়েকজন আওয়ামীলীগ নেতারা বালু ব্যবসা করার কারনে প্রতিদিন ট্রাক আসা যাওয়ার ফলে রাস্তাটি দ্রুত ভেঙ্গে গেছে। তাদের ব্যবসার গাড়ী আসা-যাওয়ার পথে কেউ বাধা দিলে হামলা, মামলাসহ পুলিশ দিয়ে হয়রানীর শিকার হতে হয়।
রিক্্রা চালক আব্দুল কাদের জানান, আমি ৬ বছর ধরে এই রাস্তায় রিক্্রা চালাই। আমার রিক্সা দিয়ে বিভিন্ন এলাকার মানুষ কাচঁপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে আসা যাওয়া করেন। কিন্তু বছর কয়েক আগে রাস্তাটি ভেঙ্গে গেলেও এখনও সংস্কারনের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, এই রাস্তার সংস্কারনের ব্যাপারে আমার ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার উদ্যোগ নেওয়া হয়নি।