নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জুয়ারীদের সাথে জুয়া না খেলায় একই পরিবারের ৪জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমেনা বেগম নামের এক নারী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকার বুধবার সকালে তার বড় বোনের জামাই শরাফত আলী প্রতিদিনের ন্যায় কাজে যাওয়ার সময় কাঁচপুর সেনপাড়ার নুরুল হকের ছেলে সজিব ( ১৮ ) শরাফত আলীকে কাজে না যেয়ে তার সাথে জুয়া খেলতে বলে। এতে শরাফত আলী রাজি না হওয়ায় সজিবসহ আরো অজ্ঞাত ৬/৭ পিটিয়ে আহত করে। এসময় তার চিৎকারে আমেনা বেগম এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা আমেনার বাড়িতে প্রবেশ করে তার ভাই সোহেল ও তার মাকে মারধর করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার (ওসি) তদন্ত শরিফ মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।