নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মবিল পড়ে পিছলে হয়ে মুহুর্তের মধ্যে ১০-১২ টি মোটরসাইকেল উল্টে ছেঁচড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।এসময় ধীরগতিতে চলতে থাকে যানবাহন। দূর্ঘটনা রোধে এবং যানজট নিয়ন্ত্রনে কাঁচপুর হাইওয়ে ওসি মোজাফ্ফার হোসেন কোদাল দিয়ে বালু ছড়িয়ে দিচ্ছেন রাস্তায়। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের উপর মবিল পড়ে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে ওসি মোজাফ্ফার হোসেন জানান, চট্রগ্রাম- কুমিল্লা হতে ঢাকা ইনকামিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের উপর অজ্ঞাত যানবাহন থেকে মবিল পড়ে সড়কে। এতে রাস্তা পিছলে হয়ে ঝুকিতে এবং ধীরগতিতে চলতে যানবাহন। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা রোধে এবং যানজট যেন লেগে না যায়। দূর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রন রাখতে স্থানীয় লোকজন নিয়ে রাস্তার সাইড থেকে বালু সংগ্রহ করে রাস্তায় ছড়িয়ে দেয়া হয়।লাঙ্গলবন্দ ব্রিজ থেকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বালু ছড়ানো হয়েছে। মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে জনসার্থে আরো কঠিন কাজ করতেও আমি প্রস্তুত আছি।