নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সরকার আবারও নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তার প্রতিবাদে ও জামায়াতসহ রাজনীতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামি।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
শনিবার সকাল সাড়ে সাতটায় কাঁচপুর ফ্লাইওভারের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মুরা পাড়া এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ জাকির হোসাইন ও প্রফেসর মোহাম্মদ আলী খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সকল থানা ও অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
সভায় বক্তারা বলেন, ইসলামবিরোধী গণ বিরোধী আওয়ামী ফ্যাসিস্ট জনবিচ্ছিন্ন সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধি করে শেষ মূহুর্তে দেশকে লুটপাট করতে চায়। দেশের জনগণ তা মেনে নিবে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে পালান, না হয় -জনগণ আপনাদেরকে উচিৎ শিক্ষা দিবে। পালানোর পথ খুজে পাবেন না।