নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়নগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন দেশের এ ক্রান্তিলগ্মে সমাজের প্রতিটি বৃত্তবান মানুষের দায়িত্ব গরীব দুস্থ, দিনমুজুর এবং খেটে খাওয়া পাশে দাড়ানো। আমরা জেলা প্রশাসকের অফিসের বেতনের কিছু অংশ দ্রারিদ্য অসহায় মানুষের সাহাযার্থে দান করেছি। আপনারাও এগিয়ে আসবেন। যাতে সমাজের একটি লোকও না খেয়ে থাকে।
রোববার সকালে উপজেলার কাঁচপুর সেনপাড়া বস্তিতে অসহায় দুস্থদের মাঝে সরকারী সাহায়্য বিতরন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা অফিসাররা আমাদের ভাতা জমা করার চেষ্টা করছি। বেতনের একটি অংশ দুস্থ-অসহায়, দিনমুজুর এবং খেটে খাওয়া মানুষের কাছে পৌছে দিবো। যদি কেউ কোথাও খবর পান করোনায় সৃষ্ট দুর্যোগের কারণে কোন পরিবার না খেয়ে আছে তাহলে আমাদের ফোন দিয়ে জানাবেন। আমরাই তাদের কাছে পৌছে যাবো।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমরসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।