নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম, সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শনিবার ভোরে একটি বাসায় চুলার আগুন পুড়ল স্বামী ও স্ত্রী। আগুনে দগ্ধের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ওই দম্পতি কাঁচপুর সোনাপুর এলাকায় একতলা বাসায় ভাড়া থাকেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় সিকিউরিটি গার্ড ও রুজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন। ভোরে রুজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যায়। আর তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। বাসায় তারা দুইজনই ছিল।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ দম্পতি হলেন- আশরাফুল ইসলাম (৩৫) ও রুজিনা আক্তার (৩০)।
দগ্ধ আফরাফুলের ভাতিজা আক্তারুজ্জান জানান, তিনি ঢাকায় থাকেন। সকালে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছেন। তাদের বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।