নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় মঙ্গলবার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ১০টি টিনশেড ঘর ও একটি দোকান পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাড়ির মালিক কামাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়ে তার ১০টি ভাড়াটিয়া টিনশেড ঘর ও একটি মুদি দোকান পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাড়াটিয়ারা সবাই কাচঁপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাদের ঘরের প্রত্যেকের ব্যবহৃত আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
ডেমরা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুনে একজন হতাহত হয়েছে।