নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার এলাকায় গতকাল শনিবার ভোর রাতে একটি ডাইং ফ্যাক্টরীতে গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুনে দুই নিরাপত্তা কর্মীসহ ৫ জন আগুনে দগ্ধ হয়েছেন। আগুনে দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
দগ্ধরা নিরাপত্তা কর্মীরা হলেন, আলম (২৫) ও হেভেন চাকমা (২২), নাজির উদ্দিন (২৫) নিরাপত্তাকর্মী, মেহেদী হাসান (২৪) ও বশির আহমেদ (২৫)।
ডাইং ফ্যাক্টরীর শ্রমিক রবিন জানান, মিকি ডাইং ফ্যাক্টরীতে ২জন নিরাপত্তা কর্মী ও ৩ জন শ্রমিক রাতে ফ্যাক্টরিতে ছিলেন, হঠাৎ রাতে গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
আহতের চিকিৎসক পার্থ শংকর জানান, আলম শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমা ১৫ শতাংশ, নাজির উদ্দিন ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সোনারগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, মো. তানহারুল ইসলাম জানান, খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এনেছে। তিনি জানান, গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।