নিউজ সোনারগাঁ২৪টকম:
সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকা থেকে মুক্তিপনের দাবিতে ফজলুল হকের বাড়ির ম্যানেজারকে অপহরন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত ব্যক্তির ছেলে বাদি হয়ে রোববার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের অভিযোগে অপহৃত ব্যক্তির ছেলে জাহিদ শেখ উল্লেখ করেন, তার বাবা আক্তার শেখ সোনারগাঁ উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকার ফজলুল হকের বাড়ির ম্যানেজার হিসেবে চাকুরি করেন। গত ৮ সেপ্টেম্বর বিকেলে কাচঁপুর বাজারের উদ্দেশ্যে বাহির হওয়ার পর আর বাসায় ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খুজেঁ তাকে না পাওয়ার পর রাতে বড় বোনের মুঠোফোনে অপহরনকারীরা জানায় তার বাবাকে ফিরে পেতে ২০ হাজার টাকা মুক্তিপন দিতে হবে। অপহরনকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২ হাজার টাকা পাঠানোর পরে বাবাকে ফেরত দেয়নি অপহরনকারীরা।
সোনারগাঁ থানার (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।