স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাঁচপুর এলাকার কারিনা টাওয়ারের পাশে ‘আদব সেলুন’ নামের একটি সেলুনে গত রোববার ঈদের দিন সকালে চুল কাটাতে যান হৃদয় হাসানসহ তাঁর বন্ধুরা। সকাল ছয়টার দিকে হঠাৎ সেলুনের এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে হৃদয় হাসান ও সেলুনের মালিক আশরাফুল ইসলাম গুরুতর দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে আশরাফুল ইসলাম ও আজ দুপুরে হৃদয় হাসানের মৃত্যু হয়।