নিউজ সোনারগাঁ২৪ডটকম:
পরকিয়া প্রেমের টানে সোনারগাঁ উপজেলায় মোসাঃ শাহনাজ বেগম (২৪) নামের এক গৃহবধু স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে গৃহবধুর স্বামী মোঃ রফিকুল ইসলাম উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলার অলিপুর নারকেল বাড়ী গ্রামের শাহার উদ্দিনের মেয়ে শাহনাজ বেগমের সাথে তার ৬ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে স্বাধীন নামের ৫ বছরের একটি পূত্র সন্তান রয়েছে। সংসারে টানাপোড়ার জন্য তার স্ত্রী কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্ট নামের একটি পোশাক তৈরী কারখানা কাজ করতো। গত ১৫ জুন ভোর বেলা তার বাড়ীর কাউকে কিছু না বলে আধা ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার স্বামী রফিকুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম জানান, গৃহবধু পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী একটি লিখিত অভিযোগ করেছে। গৃহবধুকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।