নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ করোনা ভাইরাসের বিধি নিষেধের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটি।
শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সামসুদ্দিন খাঁন আবু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উর্মি বেগম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।