নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ে বিএনপি নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
আজ শনিবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন দেন। সেখানে ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলকে ১৩নং সহ-সভাপতি পদে অধিষ্ঠিত করেন।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মোস্তাফিজুর রহমানকে।
ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলকে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নির্বাচিত করায় সোনারগাঁ থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।