নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামপুর ইউনিয়নের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে মাকসুদকে আগামীকাল শনিবার থেকে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামপুর ইউনিয়নের নৌকার প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে নির্বাচনী প্রচারনা উপলক্ষে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে নেতারা এ হুসিয়ারী দেন।
জনসভায় বক্তব্যে এএইচএম মাসুদ দুলাল বলেন, প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করোছেন। আগামী ২৮ তারিখে নেতাকর্মীরা জীবন বাজি রেখে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করেবেন।
মাহফুজুর রহমান কালাম বলেন, জাতীয়পার্টি কেন্দ্র দখল করে নির্বাচন করার পায়তারা করছে। তারা সোনারগাঁয়ে ৪জন প্রার্থী দিয়েছিলেন। এরমধ্যে রাতের আধারে একজনকে ম্যানেজ করে বসিয়ে দিয়ে আইন ভাইঙ্গা যেহেতু রাইছেন বাকিগুলো বাসাইয়া আমাগো রাস্তা সোজা করে দেন। নয়তো আগামী ২৮ তারিখ নয় আগামীকাল থেকে যেখানে লাঙ্গলের প্রার্থীকে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন।
এ সময় ডা: আবু জাফর বিরু বলেন, গত কয়েকদিন আগে আমার কয়েকটা ফোন আসছিল। আমি ধরি নাই। পরে জানলাম তিনি এমপি। তিনি এসেছেন লাঙ্গলের ভোট চাইতে পরে এলাকাবাসীর বাধাঁর মুখে তিনি ফিরে গেছেন। প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন এমপি সাহেবের পত্মী কি কোন দলের পদে আছেন তাহলে তিনি কিভাবে ভোট চান। প্রশাসনকি দেখে না। প্রশাসন শেখ হাসিনার তাই নৌকার স্বার্থে এসব প্রতিহত করতে হবে।
সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, আগামীকাল থেকে লাঙ্গলের প্রার্থী যাতে কোন গ্রামে, কোন ওয়ার্ডে ও কোন কেন্দ্রে যেতে না পারে সেটা আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীরা দেখবে। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এখানে নৌকার বিজয় হবে এটাই নিশ্চিত। আমরা আগামী ২৮ তারিখে নির্বাচনে মাধ্যমে বুঝিয়ে দিবো জামপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি।
আব্দুর হাই বলেন, আমি বরাবরই নারায়ণগঞ্জে কোন লাঙ্গলের প্রার্থী দেখতে চাইনি। দুই বার তিন লাঙ্গল পেয়ে তাদের সাহহস এতো বেড়ে গেছে তারা নৌকার বিরুদ্ধে গিয়ে কাজ করে। তাই আপনাদের বলবো আগামী ২৮ তারিখে নৌকায় ভোট দিয়ে তাদের সাহসের জবাব দিতে হবে।
উক্ত আলোচনা সভায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামসুদ্দিন খান আবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল , সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট এর সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা কাজী মনির, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বি, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সামসুল আলম, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মনির হোসেন, সহ প্রতিটি ওয়ার্ড থেকে আসা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।