নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মীরেরবাগ এলাকার গত রবিবার রাতে রাস্তার পাশে মো: আলমাছ ভুইয়ার লাগানো ৩০টি ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এ সময় মোঃ আলমাছ ভুঁইয়ার ছেলে মোঃ জুবায়ের জানায়, কিছুদিন আগে আমার বড় ভাই মোঃ জয়নাল এলাকায় মাদকের অনৈতিক কাজে আমি বাঁধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে রোববার রাতের আঁধারে ২৫ থেকে ৩০ টি কাঠাল ও জামের গাছ কেটে ফেলেছে। তিনি জানান, যে গাছগুলি কাটা হয়েছে সে গাছগুলো আগামী বছর ফল হতো। খবর পেয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোতালিব ভুঁইয়া এসে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এটি একটি মারাত্মক অপরাধ যারাই এ কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ সময় এলাকাবাসী জানায় সুত্রে জানা যায়, আলমাছ ভুঁইয়ার ছেলে ৫ ছেলের মধ্যে মোঃ জয়নাল ঢাকা থাকে তিনি মাঝে মধ্যে বাড়িতে এসে থাকে বাড়িতে আসার পর এলাকায় কিছু মাদক ব্যাবসায়ী ও সেবন কারীদের অনৈতিক কাজে নিষেধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে রোববার রাতে রাস্তার পাশে থাকা সব গুলো কাঠাল ও জামগাছ কেটে ফেলেছে।