নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে আল নুর মেডিকেল সার্ভিসেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে আল নুর মেডিকেল সার্ভিসেস সেন্টারের উদ্বোধন করা হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়ার। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য, দৈনিক বাংলাদেশের আলো পএিকার সোনারগাঁ প্রতিনিধি ও জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.সিরাজুল ইসলাম, এশিয়ান টিভি সোনারগাঁও প্রতিনিধি মো.পনির ভুইঁয়া, জনকণ্ঠ পএিকার সোনারগাঁ সংবাদদাতা মো.ফারুক হোসাইন, সেচ্ছাসেবকলীগ নেতা মো.আমির হোসেন ভুইয়া, আল নুর মেডিকেল সার্ভিসের কর্ণধার মো.মুসা আহমেদের সার্বিক সহযোগিতায় আয়োজনে ছিলেন উক্ত মেডিকেল সার্ভিসিসের পরিচালক মো.নুরে আলম প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, এলাকায় সেবা দেওয়ার জন্যে এধরণের সেবামূলক প্রতিষ্ঠান প্রয়োজন তবে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া পরামর্শ দেন।