নিউজ সোনারগাঁ২৪ডটকম:
দৃবৃর্ত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে জামপুর ইউনিয়নের যুবলীগের টিনসেট করা কার্যালয়। বৃহস্পতিবার রাতে এ আগুন দেয় দৃবৃর্ত্তরা। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র, দলীয় বিভিন্ন কাগজপত্র ও মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন মিয়া জানান, উপজেলার জামপুর ইউনিয়নের সিমরাবো চৌরাস্তা এলাকায় অবস্থিত ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে কে বা কাহারা আগুন দেন। আগুনে কার্যালয়ে থাকা কাগজপত্র ও মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আগুন লাগার প্রতিবাদে আগামীকাল শনিবার বিকালে জামপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করবে উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু জানান, অগ্নিকান্ডের ঘটনায় দলীয় লোক জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।