নিউজ সোনারগাঁ টুূয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোঃ তাবারক হোসেনের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে তার তার বসত ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী তাবারক হোসেন জানান, তিনি ও তার স্বপরিবারে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে খবর পান ১২ টার পর তার দুটি বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এদিকে, রাতে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে কৃষক তাবারকের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে, ভুক্তভোগী তাবারক হোসেন কান্না বিজরিত কন্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার দুটি সন্তানসহ আমি আমার পরিবারের লোকজন নিয়ে কোথায় থাকবো? তখন তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
জানতে চাইলে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আগুনে পুড়ে তাবারক একেবারেই নিঃস্ব হয়ে গেছে, আমি কিছু আর্থিক সহযোগিতা করেছি। এসময় তিনি তাবারকের পাশে দাড়াতে বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন।