নিউজ সোনারগাঁ২৪ডটকম:
পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত কমলা বেগম বাদি হয়ে শনিবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর কমলা বেগমের সঙ্গে একই গ্রামের মাদক ব্যবসায়ী কিরনের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী কিরনের নেতৃত্বে মেহেদি, শাহজামালসহ ৮-১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কমলার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার ভাই আনোয়ার হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাদের ডাক চিৎকার শুনে তার স্বামী আম্বর আলী ও আরেক ভাই ইকবাল হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত কিরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নেই। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।