নিউজ সোনারগাঁ২৪ডটকম: গতকাল শুক্রবার জামপুর ইউনিয়নে রুবেল নামের এক মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রুবেলের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও ইনফিনিটি ডাটা পাওয়ার লিঃ এর মালিককে হুকুমের আসামী করে মামলাটি দায়ের করেন। গতকাল শুক্রবার রাতে মামলাটি রজু করে পুলিশ।
মামলায় রুবেলের মা আনোয়ারা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার রাতে তার ছেলে রুবেলকে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন করে বাহিরে ঢেকে নেন এরপর থেকে সে নিখোঁজ হয়। পরের দিন লোক মারফতে তিনি জানতে পারেন ইনফিনিটি ডাটা পাওয়ার লিমিডেট এর কোম্পানীর টিনের ভেড়ার নিচে তার ছেলের লাশ পড়ে আছে। এ সময় তিনি দেখতে পান তার ছেলে শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, কিছুদিন ধরে ওই প্রতিষ্ঠানে কর্মচারী চাঁনমিয়া, মোজাম্মেল, আজম আলী, আলী আফজাল মাসুম, রমজান ও শরিফের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এছাড়া কিছুদিন আগে ইনফিনিটি ডাটা পাওয়ার লিঃ কোম্পানীর থেকে কিছু ক্যাবল চুরি হয়। সেই ক্যাবল উদ্ধার এবং চোরের তথ্য দেওয়ার জন্য ইনফিনিটির মালিক দীলিপ চান্দুপাল রুবেলকে দায়িত্ব দেয়। এজন্য তাকে ১০ হাজার টাকা দেয়া হবে বলেও ঘোষনা দেওয়া হয়। রুবেল সেই চুরি যাওয়া সেই ক্যাবল উদ্ধার ও চোরের সন্ধান দিতে না পারায় চান্দুপালের সাথে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে চান্দুপালের নির্দেশে উক্ত আসামীরা রুবেলকে হত্যা করে লাশটি কোম্পানীর বেড়ার নিচে লুকিয়ে রাখে।
এদিকে, শুক্রবার সকালে পুলিশ রুবেলের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করে।