নিউজ সোনারগাঁ২৪ডটকম:
গত সোমবার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় সড়ক দূঘর্টনায় আহত অজ্ঞাত মহিলা পরিচয় সনাক্ত করেছে মীরেরটেক পুলিশ ফাঁড়ি। গত সোমবার রাতেই নিউজ সোনারগাঁ২৪ডটকমে সড়ক দূর্ঘনায় আহত মহিলা ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভাইরাল হলে মহিলার স্বজনরা নয়াপুর জেলারেল হাসপাতালে এসে আহত অজ্ঞাত নারীর পরিচয় মাছুদা বেগম বলে সনাক্ত করে। পরে স্বজনরা আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত মাছুদা বেগম (৫০) জামপুর বস্তল এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
মীরেরটেক ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, গতকাল বিআর স্পিনিং মিলের সামনে সড়ক দূর্ঘনায় আহত অজ্ঞাত মহিলা পরিচয় সনাক্ত করেছে তার পরিবার। গতকাল রাতেই তারা ফাঁড়িতে এসে মহিলার ছবি দেখে মহিলার পরিচয় সনাক্ত করে স্বজনরা। পরে পুলিশের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিকাল বেলা জামপুর ইউনিয়নের মীরেরটেক বিআর স্পিনিং মিলের সামনে একটি অটো রিক্সা ও ছোট প্রিকাপের সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা মহিলা গুরুতর আহত হয়। মহিলাটি অচেতন থাকায় তার পরিচয় সনাক্ত করতে পারিনি মীরেরটেক পুলিশ ফাঁড়ি। পরে পুলিশ আহত মহিলাকে নয়াপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।