নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার মীরেরটেক পুলিশ ফাঁড়ির এসআই মনিরের কেরামতিতে অবাক হয়ে গেছে উপজেলার সাদিপুর ইউনিয়নের এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে নয়াপুর বাজার থেকে অসংখ্য মানুষের সামনে জলিল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৫শত পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে শনিবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে ২৫ পিছ ইয়াবা দেখিয়ে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়। এ ঘটনায় সাদিপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার থেকে মৃত আব্দুর রহমানের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল জলিলকে নয়াপুর বাজার থেকে আটক করে মীরেরটেক পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন। এসময় জলিলের দেহ তল্লাসী করে ১৫শত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী জলিলকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে এসআই মনির হোসেন জানান, মাদক ব্যবসায়ী জলিলকে ১৫ শত নয় ২৫ পিছ ইয়াবাসহ আটকরা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান জানান, গতকাল রাতে নয়াপুর বাজার থেকে জলিলকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে বলে আমাকে জানিয়ে এস আই মনির। যদি ১৫ শত পিছ আটক করা হয় বাকিগুলোর কথা সে বলতে পারব।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম জানান, ১৫ শত পিস মাদকের ব্যাপারে আমি অবগত নই। তবে, থানায় একটি ২৫ পিছ ইয়াবার মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজিদুর রহমান জানান, একজন মাদক ব্যবসায়ীকে যে পরিমান মাদকসহ আটক করা হবে তাকে সে পরিমান মাদক দিয়ে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করতে হবে।