নিউজসোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ে গত বুধবার সকালে নোয়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ভৌমিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ ৬ জনকে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে যখম করেছেন। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বেলা ১১টার দিকে ভৌমিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এলাকার কয়েক শ নারী-পুরুষ প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় প্রতিবাদকারীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
যে কারনে মানববন্ধন:
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বুধবার সকালে নেহাল উদ্দিন মেম্বারসহ তার লোকজন বাড়িতে ফেরার পথে রফিকের বাড়ির সামনে পূর্বপরিকল্পিত ভাবে পাচানীপাড়া চৌরাপাড়া এলাকায় বাবুলের নেতৃত্বে আউয়ার, আশিক, মিজান, এছাক, সিরাজ, আল-আমিন, আলমগীর, দাউদ, রিপন, হারুন, মোজাম্মেল, কালাই চাঁন ও মুসা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য নেহাল উদ্দিন ( ৪৩) , সিরাজ (৫০), আমিন উদ্দিন মেম্বার (৫০), জহিরুল (৪০), কায়েস (১৭), শাহিন ও তানবির হোসেন রুবেলের পথরোধ করে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, বাবুলের নেতৃত্বে তার পালিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইউ’পি সদস্য নেহাল উদ্দিন মেম্বারসহ ৬ জনকে কুপিয়ে যখম করেছে। পুলিশ বুধবার রাতে প্রধান আসামি বাবুলকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছে । আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জানাই ।
ইউপি চেয়ারম্যান যা বললেন:
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ দেওয়ান বলেন, হামলার ঘটনাটি আমি শুনেছি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে বাবুলের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশের বক্তব্য:
সোনারগাঁ থানার সাব-ইন্সেপেক্টর আমিনুল ইসলাম জানান, উভয় পক্ষে দুই জনকে গ্রেপ্তার করেছিলাম। স্থানীয়ভাবে মীমাংসার শর্তে রাতেই আটকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।