নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শুক্কুর আলী (৭০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার ভাতিজি আছিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে আছিয়া বেগম উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে চরকামালদী (ভৌমিকপাড়া) এলাকায় মৃত এমাজউদ্দিনের ছেলে মৃত শুক্কুর আলী তার বাড়িতে বসবাস করতো। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে আমি চাচা শুক্কুর আলীকে রাতের খাবার খাইয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার সময় সেহেরী খেতে উঠে তার ঘরে গিয়ে দেখি তিনি ঘরে নেই। ঘর থেকে ফেরার পথে দেখি একটি আমগাছের সাথে গলায় রসি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তিনি আরো উল্লেখ করেন, গত কয়েক বছর আগে তার বসতবাড়ী বিক্রি করে দিয়ে নারায়ণগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। সেই বাড়ি থেকে তার ছেলে মেয়েরা তাকে বের করে দেয়। এরপর থেকে তিনি রাস্তাঘাটে দিনযাপন করে অসুস্থ হয়ে পড়েন। আমি তাকে রাস্তা থেকে তুলে এনে বাড়ীতে আশ্রয় দিয়ে সুস্থ করে তুলি। আমার ধারনা তার জমিজমা হারানো ও ছেলে মেয়েরা তাকে বাড়ী থেকে বের করে দেওয়ার যন্ত্রনায় সে আত্মহত্যা করেছে। আজ তার আত্মহত্যার সংবাদ তার ছেলে মেয়েদের জানালে তারা তাকে দাফনও করতে আসেনি। এ ঘটনায় আছিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।