নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল উপজেলা পিরোজপুর ইউনিয়নের সকল নেতাকর্মীকে নিয়ে তার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।
এসময় আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আপনাদের অনেক ত্যাগের ফলে আজ আমাকে কেন্দ্র মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের এ ত্যাগে কথা ভুলবো না। আপনার যদি ত্যাগ না করতেন তাহলে আজ হয়তো আমি এ জায়গায় পৌচ্ছতে পারতাম না। কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দিয়ে যে সম্মান দেখিয়ে আমি নির্বাচিত হলে আপনাদেরও সেই সম্মান দিবো। আজ আমরা একে অপরের ভেদাভেদ ভুলে কোন ব্যক্তি নয় ধানের শীষকে নির্বাচিত করে আমাদের নেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তাহলেই আমরা গনতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।