নৌ-চাঁদাবাজ ভুমি সন্ত্রাসী পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট টাইম : বুধবার, মে ৩, ২০২৩
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চিহৃিত নৌ চাঁদাবাজ ও ভূমিদস্যু জাকির হোসেনের বিরুদ্ধে ৬ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
বুধবার বিকেলে উপজেলার জৈনপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করা হয়। এসময় বক্তারা অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় ৬ গ্রামের প্রায় সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার, নাসিমা আক্তার পলি, সাবেক সদস্য আলমগীর হোসেন, মাওলানা কামাল হোসেন, তারেক হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তাদের অভিযোগ পূর্ব কান্দারগাঁও গ্রামের মমতাজউদ্দিনের ছেলে জাকির হোসেন একজন ভূমিদস্যু ও নৌ চাঁদাবাজ। সে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে নিঃস্ব করে ফেলছে। তাছাড়া সে মেঘনা নদীতে চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌ শ্রমিকদের পিটিয়ে আহত করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের লোকজন। কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে ২০১২ সালে কান্দারগাঁও এলাকায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা রিপনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। সেই হত্যাকান্ডের প্রধান আসামী ছিলেন জাকির হোসেন। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা মোজাফফর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
বক্তরা আরো বলেন, পিরোজপুর ইউনিয়ন একটি শিল্প অধ্যষিত এলাকা। জাকির ও তার লোকজন কোম্পানির মালিকদের জিম্মি করে কোম্পানির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ মানববন্ধন করা হয়েছে। আমি চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত না।