সোমবার দুপুরে পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুরের দুধঘাটা গ্রামে গেলে সাংবাদিকদের কাছে তার বাবা পিয়ার জাহান এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পিয়ার জাহান বলেন, ‘খবর পেয়ে সকাল থেকেই শতশত মানুষ আমার বাড়িতে ভিড় করছেন। এটা আমার জন্য চরম লজ্জার। আমি মানুষের সামনে মুখ দেখাব কি করে?’
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী পলাশ। পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন।