নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়অমীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, ব্যক্তি জীবনে রাজনৈতিক ভাবে আমরা একে আপরের সাথে মত বিরোধ বা বিভক্তি থাকতে পারে কিন্তু মেঘনার উন্নয়নে আমরা সবাই একটি পরিবার। উন্নয়নের স্বার্থে কোন রাজনৈতিক দল নয়, নয় কোন বিভক্তি। আমরা অতীতে মেঘনা শিল্পাঞ্চলে কে কোন দলের, কে কার লোক সেটা দেখে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতাম। আজ আমাদের সেটা দেখার বিষয় নয়। এখন আমাদের সামনে একটি বিষয় স্পষ্ট সেটা হলো শিল্পাঞ্চলের উন্নতি। দুই একজন ব্যক্তির জন্য পুরো সমাজটাকে বিভক্তি করতে চাইনা। আমরা রাজনীতি করি। সেটা দলের স্বার্থে কিন্তু আমাদের কারো ব্যক্তি স্বার্থে নয়। আজ আমরা একত্রে এক মঞ্চে উঠে কথা বলতে পারছি বিধায় উপজেলার অন্য ইউনিয়ন থেকে আমরা অনেক উন্নয়ন করেছি। এখানে অনেক কাজ হয়েছে। ভবিষ্যৎতেও হবে। সেটা ব্যক্তিগত ভাবেই হোক আর সরকারের বরাদ্ধ থেকেই হোক। আমাদের একটাই লক্ষ্য এক্য ও উন্নয়ন। এলাকার জনগনকে নিয়ে শান্তিপূর্নভাবে বসবাস করতে চাই কোন কাঁদা ছোড়াছুড়ি করতে চাইনা। শুক্রবার বিকালে মেঘনা শিল্পাঞ্চলে পুরান ঝাউচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম্য প্রধান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানার বাবা মরহুম ছমির উদ্দিন প্রধানের ৮ম মৃত্যু বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিরউদ্দিন প্রধানের ছেলে ফজলুল হক প্রধানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সোহেল রানা,ফিরোজ মোল্লা, ফজলুল করিম, শাফায়েত উল্লাহ,আশরাফ মেম্বার, ডাক্তার আতিক উল্লাহ, জয়নাল আবেদীন মেম্বার ,হান্নান বেপারী, তাজুল ইসলাম, শাহাব উদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ, শামসুজ্জামান শামসু, শাহিন আলম, হাজী আবুল বাশার, মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও আনিস প্রমুখ।