নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে কাজ করার সময় রোলারের মধ্যে ওড়না ও চুল পেচিয়ে রিতা (১৫) নামের এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশ পরিবারের কাছে হস্থান্তর করে।
জানাগেছে, উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের এম এম গার্মেন্টে রিতা ও তার মা রোলার সেকশনে হেলপার কাজ করতো। প্রতিদিনের ন্যায় শুক্রবারও রিতা কাজে যোগদান করে কাজ করছিল। বেলা ১১টার দিকে হঠাৎ তার পরিহিত ওড়না রোলারের ভেতর ঢুকে গিয়ে রোলারের মধ্যে পড়ে যায়। পরে তার মাথার চুলও রোলারের ভেতর ঢুকে গেলে তার মাথা, ও হাত থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রিতার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রিতা রংপুর জেলার কাউনিয়া থানার পঞ্চগরম গ্রামের রিয়াজউদ্দিনের মেয়ে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক জুবায়ের মৃধা জানান, গার্মেন্টকর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবার কোন মামলা করবে না বলে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।