নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অস্ত্রসহ মো. শামসুল হুদা ওরফে সেলিম ওরফে বাবা সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম উপজেলার আষাঢ়িয়ার চর গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আষাঢ়িয়ার চর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।