নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলার আনন্দ শিপইয়ার্ডে রফিকুল ইসলাম (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে । গতকাল রোববার রাতে কাজ করার সময় ক্রেন থেকে পাইপ রফিকুল ইসলামের উপরে পড়লে তিনি গুরুতর আহত হন। আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রফিকুল ইসলাম গাইবন্ধা জেলায় মৃত জুলহাস মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, শ্রমিক নিহতের কথা শুনেছি। এ ব্যাপারে এখনও কেউ থানায় কোন অভিযোগ করনি।