নিউজ সোনারগাঁ টুয়েন্টফোর ডডটকমঃ সরকারী ত্রাণ আত্মসাৎ, স্বজনপ্রীতি ও গুজব ছড়ানোর অভিযোগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য কবির হোসেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মােকাবেলায় সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্নসাৎ এবং গুজব ছড়ানাের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার এর প্রস্তাব মােতাবেক স্থানীয় সরকার বিভাগের ১২ এপ্রিল , ২০২০ তারিখের ৩৬৬ নং স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তার বিরুদ্ধে অনীত অভিযোগে প্রমানপত্র দাখিল করতে না পারেন তাহলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে।
মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এহেন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাহাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। যদি কোন চেয়ারম্যান, ইউপি সদস্য জড়িত থাকে তা হলে কঠোর হাতে দমন করা হবে।