নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চলাচলরত একটি বালুবাহী জাহাজে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় জাহাজের মাষ্টার ও শ্রমিককে পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা। এসময় চাঁদাবাজরা জাহাজে থাকা ষ্টাফদের নগদ টাকা মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার জাহাজের মাস্টার বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে জাহাজের মাস্টার নাসির উদ্দিন উল্লেখ করেন, তিনি রাজধানীর ডেমরা এলাকার সুজন মিয়ার মালিকানাধীন “এমভি শাহজাহান ঢালী” নামের একটি বালুবাহী জাহাজের মাষ্টার হিসেবে কর্মরত। ১ জুলাই রোববার রাতে ডেমরা থেকে জাহাজ ছেড়ে মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় সোনারগাঁ উপজেলার পূর্ব কান্দারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে শামীম মিয়া সহ ৪/৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে জাহাজের গতিরোধ করে মোটা অংকের চাঁদা দাবি করে। এসময় জাহাজের মাষ্টার চাঁদাদিতে অস্বীকার করার তাকেও জাহাজের শ্রমিক সজিব মিয়াকে পিটিয়ে আহত করে ট্যাংকের তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ২টি লুকাস ব্যাটারী, ২টি মোবাইল লুট করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে চাদাঁবাজদের গ্রেফতারের চেষ্টা চলছে।